ষ্টাফ রিপোর্টার।।
কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন,গুরুত্বপূর্ণ তিন পদেই বিনা প্রতি’দ্ব’ন্দ্বি’তায় নির্বাচিত যারা
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন। সম্মেলন শেষে কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় সভাপতি পদে এলাইচ মিয়া, সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ ও সাংগঠনিক সম্পাদক পদে মুকুল মিয়ার নাম ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সমন্নয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য বদরুজ্জামান সজল, সভাপতির বক্তব্য রাখেন, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।