স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ:
আজ দুপুর আনুমানিক ১টার দিকে কুলাউড়া- ব্রাহ্মণবাজার সড়কের ডুলিপাড়া এলাকায় কার্ভার ভ্যান ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যানবাহনের মধ্যে প্রচণ্ড গতির ধাক্কায় ঘটনাস্থলেই একজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।
আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও বিস্তারিত আসছে…
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।