1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

বিভিন্ন শক্তি পুরোনো সিস্টেমে দেশকে টেনে নিয়ে যেতে চাইছে: নাহিদ

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। মৌলভীবাজার ।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেখানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। ১৯৪৬ সালের আজাদীর লড়াই, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্বীকৃতি থাকবে।

সেই সংবিধানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে। কিন্তু এই নতুন সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরে জাতীয় নাগরিক পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে।

কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নষ্ট করে মুজিববাদী সংবিধান চাপিয়ে দেওয়ার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে গত ৫৪ বছর ধরে আছি।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে চাই।

দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত পদযাত্রায় গণঅভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধারা অংশ নেন।

জনসভায় আরও বক্তব্য দেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস প্রমুখ নেতা।

নাহিদ বলেন, আমরা এসেছি মৌলভীবাজারে দেশ গড়ার ডাক দিয়ে। জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে ও পুরোনো আইনে বাংলাদেশকে আর চালানো যাবে না। কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরোনো সিস্টেমে দেশকে ফিরিয়ে নিতে। আমরা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছেন। আমরা বাংলাদেশকে আর পুরোনো রূপে ফিরিয়ে দিতে দেব না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের দাবিতে রাজপথে নেমেছিল।

আক্ষেপ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের সব স্বপ্নকে এখন নির্বাচনের একমাত্র দাবিতে সীমাবদ্ধ করা হয়েছে। আমরা বলেছিলাম, নির্বাচন চাই, কারণ আমরা গণতন্ত্রের পক্ষে এবং ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি। কিন্তু বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে, জনগণ তা গ্রহণ করবে না। তাই বিচার ও সংস্কারের যে অগ্রগতি হয়েছে, তার পক্ষে ঐকমত্য তৈরি করে তারপরই নির্বাচনের দিকে যেতে হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট