স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে চারটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে নিম, বেল, জাম ও কাঠাল জাতীয় ফলের চারা শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয়। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে নেটের বেড়াসহ ৫টি তাল গাছের চারা দেওয়া হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন জালালাবাদ স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, সিনিয়র শিক্ষক বিধান দে, ব্রাহ্মণবাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজন পাল, সাংবাদিক জসীম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।