স্টাফ রিপোর্টার: ব্রাহ্মনবাজারে ৪র্থ বারের মতো জয়নাল আর্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান ২৬ জুলাই (শনিবার) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পড়ুয়া প্রায় ২-৩ হাজার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ব্রাহ্মণবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্বিগুন হওয়ায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ১ টা থেকে ২ টা পর্যন্ত দুই শিফটে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়।
আগামী ৪ আগষ্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও ওইদিন শত শত অভিভাবকের পদচারনায় স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিলো।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর। বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক দেওয়ান ও চিত্রাঙ্কন পতিযোগিতার পৃষ্ঠপোষক জয়নাল আবেদিনসহ বিভিন্ন গনমান্য ব্যক্তিবর্গ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।