শ্রীমঙ্গল প্রতিনিধি।। কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক আনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি’’ প্রকল্পের আওতায় এসএসসি শিক্ষার্থীরা ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি শিব্বির আহমদ, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের সাহেদ গাজী, অভিভাবক ও সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।