স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর আওতায় কুলাউড়া পৌরসভায় ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন। প্রশিক্ষণে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, “নগর উন্নয়নে পরিকল্পিত ও আধুনিক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ আমাদের পৌরসভার কর্মকাণ্ডে পেশাদারিত্ব বৃদ্ধি করবে।”
প্রশিক্ষণে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সেবা সহজীকরণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডি প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।