স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
২৭ জুলাই, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে কয়েকটি হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর এবং মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
মাদ্রাসাসমূহের সার্বিক পরিবেশ, পাঠদানের ধরণ ও অবকাঠামো ঘুরে দেখে তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, এছাড়াও ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, “মাদ্রাসাগুলো দেশের কোরআন ভিত্তিক শিক্ষাব্যবস্থার মূলভিত্তি। এদের উন্নয়ন ছাড়া একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব নয়।”
স্থানীয় জনগণ ও শিক্ষকবৃন্দ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।