স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তেজনার হাওয়া। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে তিনজন শক্তিশালী ও জনপ্রিয় নেতার ত্রিমুখী লড়াই নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এই গুরুত্বপূর্ণ পদে লড়ছেন—
🔹 বদরুজ্জামান সজল
🔹 শামীম আহমদ চৌধুরী
🔹 আবু সুফিয়ান প্রিন্স
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই এই তিন নেতাকে ঘিরে চলছে জোর আলোচনা, মতবিনিময় ও প্রকাশ্য সমর্থনের ঢেউ।
🔸 বদরুজ্জামান সজল:
দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক ত্যাগের কারণে তৃণমূলে ব্যাপক গ্রহণযোগ্য। তিনি দলের দুঃসময়ে নিরবচ্ছিন্নভাবে মাঠে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
🔸 শামীম আহমদ চৌধুরী:
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত শামীমের বক্তৃতাশৈলী, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এক জনপ্রিয় নেতায় পরিণত করেছে।
🔸 আবু সুফিয়ান প্রিন্স:
একজন রাজপথের যোদ্ধা, যার রাজনীতির ভিত্তি গড়ে উঠেছে ত্যাগ, প্রতিরোধ ও সংগ্রামের ওপর। ইউনিয়ন ছাত্রদল থেকে শুরু করে জেলা ছাত্রদল পর্যন্ত দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য লড়ছেন।
আন্দোলনের মাটি থেকে উঠে আসা এক নাম – আবু সুফিয়ান প্রিন্স
১৭ বছরের ফ্যাসিস্ট শাসনে যার ঘর হয়ে উঠেছিল মৌলভীবাজার কেন্দ্রীয় কারাগার।
দলীয় সংগ্রামে বারবার হয়েছেন নির্যাতিত, মিথ্যা মামলার শিকার।
মা, স্ত্রী, সন্তানকে সময় দিতে না পারলেও রাজপথে ছিলেন দলের পাশে।
কখনও পিছু হটেননি, ছিলেন নেতৃত্বের সামনের সারিতে।
তৃণমূল বলছে –
“আমরা চাই রাজপথের পরীক্ষিত সৈনিক,
দলের জন্য ত্যাগ স্বীকারে নির্ভীক,
জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য মুখ।”
কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।
কে শেষ হাসি হাসবেন—তা জানতে অপেক্ষা করতে হবে কাউন্সিলের দিন পর্যন্ত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।