স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে কুলাউড়া থানা পুলিশ কুলাউড়া থানার সামনের ফুটপাত দখলমুক্ত করেছে। থানার বাউন্ডারি সংলগ্ন এই ফুটপাতটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যার ফলে সাধারণ পথচারী ও গ্রাম থেকে আসা মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছিল। কুলাউড়া থানা পুলিশের এই উদ্যোগে স্থানীয় জনগণ ব্যাপক স্বস্তি প্রকাশ করেছেন।
একজন পথচারী জানান, ফুটপাত দখল থাকার কারণে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হতো। এখন ফুটপাত দখলমুক্ত হওয়ায় তাঁরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
কুলাউড়া দক্ষিণ বাজারের একজন কাঁচাবাজার ব্যবসায়ী পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা বাজার ভাড়া দিয়ে দোকান বসিয়ে ঠিকমতো বেচাকেনা করতে পারি না, কারণ বাইরের রাস্তার পাশে দোকান বসিয়ে কম মূল্যে মালামাল বিক্রি করা হয়। এর ফলে বাজারে অনেক ক্রেতা আসেন না।”
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে সাধারণ যাত্রীদের হাঁটাচলায় বিঘ্ন ঘটে। কুলাউড়া শহরে দুটি কাঁচাবাজার থাকার পরেও তারা কেন সেই বাজারে যায় না, তা তিনি মোটেই বুঝতে পারছেন না।” তিনি আরও বলেন, “আমার আসার আগেও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহিরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও তারা আবার বসে পড়তো। এখন যাতে এমনটি না হয়, আমরা সেদিকে নজর রাখব।”
কুলাউড়া থানা পুলিশের এই কার্যকর পদক্ষেপ একদিকে যেমন পথচারীদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিচ্ছে, তেমনি অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।