স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুলাই) উপজেলার কর্মধা উপস্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণকে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ প্রভৃতি।
এ সময় ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।