1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

পাশ্চাত্য সংস্কৃতি থেকে ছাত্রসমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে : রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান মুসলিম ছাত্রসমাজের জন্য মুক্তির প্রয়োজন। কেননা পরাধীনতা কখনো কারও জন্য কাম্য হতে পারে না। পাশ্চাত্যমুখী চিন্তাধারা আমাদের ছাত্রসমাজকে ঘিরে ধরেছে। দেখা যাচ্ছে, মাদরাসায় বা কলেজে যারা পড়াশোনা করছেন, একটা সময়ের পর অনেকেই পাশ্চাত্যের দেশে পাড়ি জমানোর জন্য আকর্ষিত হন। এর ফলে ইলম বা জ্ঞান অর্জনের মূল সময়ে তারা এর থেকে বঞ্চিত হয়ে পড়ছেন এবং দুনিয়াবি দিকে আকর্ষিত হয়ে যাচ্ছেন। অনেকেই এসে দুআর কথা বলেন, কিন্তু সেখানে আদর্শিক হওয়ার কোনও কথা থাকে না, বরং দুনিয়াবি উদ্দেশ্যই এর মূলে থেকে যায়। কিন্তু এর থেকে উত্তরণেরও সুযোগ রয়েছে। কেউ যদি ভালো আলিম হন, তার জন্য যেমন সম্মানের জায়গা রয়েছে, তেমনি রয়েছে আর্থিক সম্ভাবনা। একইভাবে কেউ যদি ভালোভাবে পড়াশোনা শেষ করেন, তার জন্যেও বিভিন্ন সেক্টরে সম্মানের সাথে কাজ করার সুযোগ রয়েছে। পাশ্চাত্যমুখীতার আরেকটি নেতিবাচক উদাহরণ হলো, ছাত্রসমাজ তথাকথিত রাজনীতির দিকে ধাবিত হন, যেটি পাশ্চাত্য মডেল অনুসরণ করে গড়ে ওঠা। যে রাজনীতির নৈতিক কোনও দৃঢ়তা আছে কি না, তা প্রশ্নবিদ্ধ রয়েছে। ছাত্রসমাজ এই দিকে ঝুঁকে পড়ে নানা অনৈতিকতায় লিপ্ত হচ্ছে। এসব নানা নেতিবাচক দিক থেকে ছাত্রসমাজকে বাঁচাতে আমাদের ভূমিকা রাখতে হবে। তালামীযে ইসলামিয়া এক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে।

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬ জুলাই শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলী রাব্বি রতন।

‎মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম হাজারী এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মো: নাসির খান, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা মো: শফিকুল আলম সুহেল, সাধারণ সম্পাদক শাহ শামায়ূন কবির, অর্থ সম্পাদক মো: গিয়াস উদ্দিন রাফি।

‎এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আসহাব আলী আনসারি, নিতেশ্বর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হেলাল উদ্দিন সিরাজী, শ্যামেরকোণা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুল রাজ্জাক, মাওলানা আনসারুল হক। এসময় তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট