স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে ছড়িয়ে পড়েছে চরম সাপ আতঙ্ক। গত তিন দিনের ব্যবধানে গ্রামের পাশাপাশি বাড়ি থেকে অন্তত ৬টি ছাগল নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আজ (৩১ জুলাই) বিকেলে ৭ নম্বর ছাগলটি আক্রমণের শিকার হলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সজাগ হয়ে যায়। ছাগলটিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল বিশাল আকৃতির এক অজগর সাপ। তখনই উপস্থিত জনতা ও ক্ষতিগ্রস্ত মোস্তফা মিয়ার পরিবারের সদস্যরা সাহসিকতার সাথে সাপটিকে ধরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “গত কয়েকদিন ধরে অদৃশ্যভাবে ছাগল নিখোঁজ হচ্ছিলো। আজ যখন চোখের সামনে এমন দৃশ্য দেখলাম, তখন আর দেরি করিনি।”
স্থানীয়রা আরও জানিয়েছেন, বোবারথল গ্রামের আশপাশের ঝোপঝাড়, বাঁশঝাড় ও নির্জন জায়গায় এখনো শত শত সাপের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। মাঝেমধ্যে রাতের বেলায় ছোটলেখা মূল সড়কে এসব ভয়ংকর সাপ দেখা যায় বলেও দাবি করেছেন তারা।
বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, ঘটনাটি শুনে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
এবিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।