1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত সিলেটের সন্তান এম.এ.জি. ওসমানী: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির অহংকার কুলাউড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা — পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কুলাউড়া থানা পুলিশের বিশেষ অ’ভিযানে ৬২ পিস ই’য়াবা ট্যা’বলেটসহ গ্রে’ফতার – ১ মৌলভীবাজার ০২ ( কুলাউড়া) আসনে আ’লীগের ভোট ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিতে জামায়াতের জোর তৎপরতা তারেক রহমানের ফোনকলে নির্বাচনের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন যারা আসুন সকলে মিলে নতুন কুলাউড়া গড়ে তুলি কুলাউড়ার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় বিশেষ অভিযানে ভারতীয় বিড়ি সহ ১৪ আসামী গ্রেফতার প্রবাসী ও রাজনীতি । সাবেক এমপি এম এম শাইন 

বড়লেখার বোবারথলে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক: ছয়টি ছাগল গিলে খাওয়ার পর অজগর পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে ছড়িয়ে পড়েছে চরম সাপ আতঙ্ক। গত তিন দিনের ব্যবধানে গ্রামের পাশাপাশি বাড়ি থেকে নিখোঁজ হয়েছে অন্তত ছয়টি ছাগল। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঞ্চল্যকর এক ঘটনার মধ্য দিয়ে ঘটনার রহস্য উন্মোচিত হয়। গ্রামের মোস্তফা মিয়ার একটি ছাগল মাঠে ঘাস খাওয়ার সময় বিশাল আকৃতির একটি অজগর সাপ তাকে আক্রমণ করে গিলে খাওয়ার চেষ্টা করে। ছাগলের চিৎকার শুনে আশপাশের কৃষকেরা ছুটে গিয়ে ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, তারা দ্রুত লোকজন জড়ো করে হাতে দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করেন। তবে অজগরের মুখ থেকে ছাগলটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বোবারথল ও আশপাশের এলাকায় বেশ কিছু ছাগল রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল, ফলে ছাগল চুরির সন্দেহ দানা বাঁধছিল গ্রামজুড়ে। কিন্তু অজগর সাপের ঘটনায় তা পরিষ্কার হয় — চোর নয়, অজগরের খাবারে পরিণত হচ্ছিল প্রাণীগুলো।

এ বিষয়ে বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, “ঘটনাটি শুনে আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানিয়েছি। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।”

বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজগরটি খাদ্যসংকটে পড়ে লোকালয়ে ঢুকে পড়ে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, প্রাণী সংরক্ষণে সচেতন মহল বন্যপ্রাণী হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে গ্রামবাসীদের দাবি, আত্মরক্ষার তাগিদেই তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন, কারণ অজগরের কারণে তারা ইতোমধ্যে ছয়টি মূল্যবান ছাগল হারিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, বোবারথল গ্রামের আশপাশের ঝোপঝাড়, বাঁশঝাড় ও নির্জন স্থানে এখনো অনেক সাপের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। মাঝেমধ্যে এসব সাপ ছোটলেখা সড়কেও দেখা যায়, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট