দর্পণ নিউজ ডেস্ক।।
গতকাল রাতে “Morning Kulaura” নামক একটি ফেসবুক পেইজে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিচয়ে ‘কবির আহমদ’ নামে একটি ভিডিও ভাইরাল করা হয়। বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন স্পষ্টভাবে জানিয়েছেন, “কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কবির আহমদ’ নামে কোনো শিক্ষক কর্মরত নেই। ভিডিওটি এবং সংক্রান্ত সকল সংবাদ ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত।”
উল্লেখ্য, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে ‘কুলাউড়ার সংবাদ’ এবং “বিজয় ২৪” নামক দুটি ফেইসবুক পেইজ স্কুলটির নাম ব্যবহার করে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এটি স্কুলের সুনাম ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।