স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামে বিদ্যুৎস্পর্শে মহরম আলি (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকালে। জানা গেছে, মহরম আলি নিজের বাড়ির আঙিনায় বাঁশ কাটছিলেন। একপর্যায়ে একটি বাঁশ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে তিনি বাঁশে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান।
পরে স্থানীয়রা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার জানাজা আগামীকাল শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ বিভাগ সকলকে এমন ঝুঁকিপূর্ণ কাজে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।