স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার, কুলাউড়ার কৃতি সন্তান মরহুম দিদারুল ইসলাম রতনের বীরোচিত মৃত্যুতে শোকাহত সমগ্র কুলাউড়া। কর্মরত অবস্থায় এক দুস্কৃতিকারীর গুলিতে নিহত হয়ে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন, রেখে যান শোক, গর্ব আর ভালোবাসার এক অমলিন ইতিহাস।
নিউ ইয়র্ক শহরে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয়। ইতিহাসের অন্যতম বৃহৎ জানাযা অনুষ্ঠিত হয় সেখানে। তাঁর আত্মার মাগফেরাত কামনায় কুলাউড়ার প্রতিটি মসজিদে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
এই বীর সন্তানের স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে কুলাউড়ার একজন সচেতন নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট আবেদ রাজা একটি প্রস্তাব দিয়েছেন—মরহুম দিদারুল ইসলামের কুলাউড়াস্থ গ্রামের বাড়ির সম্মুখের সড়কটি তাঁর নামে নামকরণ করার জন্য।
তিনি বলেন—
“পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের তিনটি সূরায় উল্লেখ আছে, ‘কুল্লু নাফসিন জায়েকাতুল মউত’। আমাদের সকলকেই একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তবে দিদারুল ইসলাম রতনের এই বিদায়টি ছিলো অস্বাভাবিক, কিন্তু বীরোচিত। তাঁর এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সড়কটির নাম ‘শহীদ দিদারুল ইসলাম রতন সড়ক’ করা হোক। এতে সরকারের কোনও ব্যয় হবে না, জনগণেরও কোনও অসুবিধা হবে না।”
তিনি আরও বলেন—
“আমি তাঁর বিদায়ে গভীর শোক প্রকাশ করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এই প্রার্থনাই করছি।”
এই প্রস্তাবটি ইতোমধ্যে সামাজিকভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এই সম্মানজনক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।