
স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২১ পিস ইয়াবা ও মাদক লেনদেনে ব্যবহৃত নগদ ৪০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবির একটি টিম লহরাজপুর গ্রামে এ অভিযান চালায়। আটককৃতরা হলেন—স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডিবির সদস্যরা। অভিযানের সময় মাদক বিক্রির প্রস্তুতির মুহূর্তে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বাজিদের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় ইয়াকুব আলীর পরনের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও বাজিদের ঘর থেকেই মাদক লেনদেনে ব্যবহৃত ৪০,০০০ টাকা নগদ উদ্ধার করে ডিবি সদস্যরা।
তল্লাশিকালে আটক তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই নিয়মিত ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই তিনজন একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য এবং পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে কুলাউড়ার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের বিরুদ্ধে আমরা সফল অভিযান পরিচালনা করেছি। আটক তিনজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়।”
এদিকে এলাকায় ডিবি পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। তাদের মতে, মাদকের ছোবলে যুব সমাজ আজ বিপথে যাচ্ছে, তাই প্রশাসনের এমন তৎপরতা আরও জোরদার হওয়া উচিত।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের অভিযোগ রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে। তাদের নিকট থেকে পাওয়া মোবাইল ফোন, আর্থিক লেনদেনের নথি ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।