স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের অংশ হিসেবে কুলাউড়া উপজেলার কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩ আগস্ট) দুপুরে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় কর্মকর্তা গিয়াস উদ্দিন, কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন।
সভায় বিভিন্ন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন এবং তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। প্রধান অতিথি খামারিদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং গুরুত্ব সহকারে সকল দাবিদাওয়া লিপিবদ্ধ করেন। তিনি জানান, পর্যায়ক্রমে কুলাউড়ায় এই প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং উপকারভোগীদের জন্য সুবিধা বাড়ানো হবে।
সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা কুলাউড়ার বিভিন্ন দুগ্ধ খামার পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রত্যক্ষ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।