1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে নৌকাসহ ৩০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ নাদেলের বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ, বিএনপি নেতাদের নিন্দা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু কুলাউড়ায় পৃথিমপাশা বিএনপির কাউন্সিল সম্পন্ন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের সিস্টেমটি নষ্ট করে দিয়েছে-ময়ূন! পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ফের বুরহান উদ্দিন ময়েজ,সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ কুলাউড়ার – জুড়ী ৪৪ বছরেও মাটির নিচেই পড়ে আছে ইউরেনিয়াম! রবিরবাজারে রাস্তার পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের জামায়াতের আমিরের রোগমুক্তি কামনায় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মরণে সড়কের নামকরণের দাবি — এড. আবেদ রাজা

নাদেলের বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ, বিএনপি নেতাদের নিন্দা

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। সিলেট ।।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াপার্সন তারেক রহমানের নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে।

বিএনপি নেতাদের অভিযোগ, সম্প্রতি একটি একটি টকশোতে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন নাদেল।

নাদেলের এই ‘কটুক্তির’ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

গণমাধ্যমে প্রেরিত পৃথক বিবৃতিতে তারা দুজন এ প্রতিবাদ জানান। তবে তারেক রহমানকে নিয়ে নাদেল কি বলিছিলেন তা দুজনের কেউই বিবৃতিতে উল্লেখ করেননি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন শফিউল আলম নাদেল। তিনি ভারতে আছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এ ব্যাপারে নাদেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, দুঃশাসন ও অপকর্ম আড়াল করতে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এই কটুক্তির কোনো প্রভাব পড়বে না।

তিনি অবিলম্বে শফিউল আলম নাদেলের এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে কয়েস লোদী আরও বলেন, তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই আন্দোলনকে দমন করতেই সরকার মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নেতা যুগান্তকারী ভূমিকা রেখেছেন, তাঁদের আদর্শ, নেতৃত্বগুণ ও অবদান জাতির ইতিহাসে অমলিন। তারেক রহমান শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক। বিভ্রান্তির মাঝে তিনি দিকনির্দেশনা দেন, অপপ্রচারের বিপরীতে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন।

বিবৃতির মাধ্যমে কয়েস লোদী দেশের গণতন্ত্রপ্রত্যাশী জনগণকে তারেক রহমানের পাশে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।

এরআগের দিন শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, নাদেল একজন পলাতক আসামি তার দল গণহত্যার দায়ে অভিযুক্ত। যিনি একাধিক হত্যা মামলায় অভিযুক্ত এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্রজনতার ওপর হামলার ঘটনায়ও পলাতক, এমন একজন ব্যক্তির মুখে জাতির ঐক্যের প্রতীক এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারকেই ভঙ্গ করেনি, বরং এটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে চরম অপমানজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগ তাদের অপকর্মকে আড়াল করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনাট আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এসব কটুক্তি এতটুকুও প্রভাব ফেলতে পারবে না।

মিফতাহ্ সিদ্দিকী অবিলম্বে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন অন্যতায় জনগণ এদেকে প্রতিহত করতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!