নিজস্ব প্রতিবেদক:
বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সৃজনশীলতার আগ্রহ বাড়াবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমচাল ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সুন্দর উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন হেলান খান, সাবেক সাধারণ সম্পাদক, বরমচাল ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমেদ খান সুইট, খয়রুল আমিন, এডভোকেট ছালিক আহমেদ চৌধুরী, আব্দুল জহুর ডেন, মাছুম আহমেদ চৌধুরী ও ফয়সল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।