স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ।।
বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর পিতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম মহতোসিন আলী চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুরে অবস্থিত মহতোসিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ আগস্ট ২০২৫) অনাড়ম্বর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী এ আয়োজনের সূচনা হয় সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত দিয়ে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য, অতিথিবৃন্দসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত ও গজল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে।
অতিথিবৃন্দের আগমন ও স্মৃতিচারণ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মো. মুহি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, বিদ্যালয়ের সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মরহুম মহতোসিন আলী চৌধুরী ছিলেন এই অঞ্চলের আলোকবর্তিকা, যিনি নিজের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সমাজকল্যাণমূলক নানা কাজে যুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, যার জীবন দর্শন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
পুরস্কার বিতরণ, মিলাদ ও ভবন পরিদর্শন
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ পায় এবং অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এরপর অনুষ্ঠিত হয় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। এতে মরহুমের রুহের মাগফিরাত, তাঁর পরিবার ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দোয়ার শেষে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয় এবং অতিথিদের বিদ্যালয়ের অধ্যক্ষের কক্ষে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং নির্মাণ অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
দিনব্যাপী এই আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, স্মৃতিময় এবং আবেগঘন। মরহুম মহতোসিন আলী চৌধুরী সাহেবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই অনুষ্ঠান সকলের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।