স্টাফ রিপোর্টার:
আগামী ৯ আগস্ট ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাজারের চায়ের দোকানগুলো। কাউন্সিলের আমেজ ছড়িয়ে পড়েছে এলাকার অলিগলিতে। আলোচনায় পিছিয়ে নেই প্রবাসীরা। তারা প্রবাস থেকে যার যার পছন্দের প্রার্থীর জন্য প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউনিয়নের রাজনীতিবিদদের মাথায় ঘুরপাক খাচ্ছে কাকে বিজয়ী করাতে পারলে নিজের পাল্লা ভারি হবে, আর অন্য দিকে ওয়ার্ডে ওয়ার্ডে নতুন ভোটাররা এসব চিন্তা মাথায় না এনে ভাবছেন কিভাবে ভোটের দিন শতস্ফূর্তভাবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীদের বিজয়ী করানো যায়। এবারের কাউন্সিলে তিন পদে ৭ জন প্রার্থী একে উপরের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। পুরো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোটার থাকায় প্রার্থীরা তালিকা হাতে নিয়ে বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
সভাপতি পদে ২ প্রার্থীর মধ্যে লড়াই বেশ জমে উঠেছে। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির বর্ষীয়ান নেতা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. রফিক আহমদ এবার ও সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাজারে বিএনপির ছায়া বা বটবৃক্ষ হিসাবে সর্বমহলে পরিচিত রফিক আহমদ শেষ বয়সে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাকে ভোট দিয়ে বিজয়ী করতে। পিছিয়ে নেই আরেক সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: আপ্তার মিয়া তিনিও বিজয়ী হতে দিনরাত ছুটছেন ভোটারদের কাছে। ভোট প্রার্থনা করছেন নিজের জন্য। তবে সভাপতি পদে শেষ-মেশ কে বিজয়ী হতে পারেন তা ৯ তারিখ বুঝা ছাড়া কোন উপায় নেই।
সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে ৩ জনই ছাত্রদল থেকে উঠে এসেছেন। এর মধ্যে মো. মাহমুদ খান (আখতার) ৮৩ ব্যাচে কুলাউড়া ডিগ্রী কলেজ ছাত্রদলে সক্রিয় ছিলেন। মো. লুৎফুর রহমান ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এবং মো. রাসেল আহমদ ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এবারের কাউন্সিলে নবীণ-প্রবীণ ৩ সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে ভোটে লড়াই বেশ জমে উঠেছে।
কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে ভোটার এবং সাধারণ মানুষের আগ্রহের আড়ালে সাংগঠনিক সম্পাদক পদের আমেজ অনেকটা নিষ্ক্রিয়ভাবে প্রচারণা চলছে। এ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেল এবারও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তার সাথে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ জনপ্রতিনিধি ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ মো. দিলোয়ারুল শাহাদাৎ রিয়াজ। এই ২ জনের মধ্যে জমজমাট লড়াইয়ে সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য আগামী ৯ আগস্ট শনিবার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপির এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।