স্টাফ রিপোর্টার|| কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত হলো আরেকটি নতুন মাত্রা। সম্প্রতি উদ্বোধন হওয়া নতুন নির্মিত আধুনিক ভবনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন।
সুবিন্যস্ত, সুশৃঙ্খল ও আধুনিক সুবিধাসম্পন্ন এই ভবনে জনসাধারণের জন্য সেবাগ্রহণ এখন আরও সহজ ও সময়োপযোগী হচ্ছে। নতুন পরিবেশে ইউএনও মহোদয় নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, নতুন ভবনের পরিবেশ প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এনেছে এবং সেবার মান আরও উন্নত হয়েছে।
উপজেলাবাসীর প্রত্যাশা, আধুনিক এই ভবনটি কুলাউড়ার সার্বিক উন্নয়নে প্রশাসনের ভূমিকাকে আরও জোরদার করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।