1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

কুলাউড়া থেকে শুরু হচ্ছে ট্রেনযাত্রী সাধারণের আন্দোলন কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

সিলেট-ঢাকা-কক্সবাজার লাইনে দুটি নতুন স্পেশাল ট্রেন চালু, সিলেট- আখাউড়া রেললাইন সংস্কারসহ ডাবল লাইনে উন্নীতকরণ, বন্ধ স্টেশন চালু, অন্ত:ত লোকাল ট্রেন চালু, কুলাউড়া জংশন স্টেশনে টিকিট বরাদ্ধ বাড়ানো দাবিতে ‘ট্রেন যাত্রী সাধারণ’ নামে গোটা সিলেটের ট্রেন যাত্রীরা বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামছেন বলে জানা গেছে।

আন্দোলনের ২ সমন্বয়ক আজিজুল ইসলাম ও এম আতিকুর রহমান আখই জানান, রেলওয়ের এই দাবি গোটা সিলেট বিভাগের। আমরা কুলাউড়া থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু করছি। পর্যায়ক্রমে সকল জেলায় এই আন্দোলন কর্মসূচির বিস্তৃতি লাভ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটি স্পেশাল পর্যটন ট্রেন সিলেট আখাউড়া লাইনে চালুর সিডিউল পর্যন্ত দেয়া হয় বিভিন্ন স্টেশনে। কিন্তু রহস্যময় কারণে সেই ট্রেনটি আর চালু হয়নি। সিলেট- আখাউড়া রেললাইন সংস্কারসহ ডাবল লাইনে উন্নীতকরণ করতে হবে। সিলেট- আখাউড়া সেকশনে বন্ধ হওয়া স্টেশনগুলো চালু করতে হবে। এই সেকশনে অসহায় ও দরিদ্র যাত্রীদের কথা বিবেচনা করে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু করতে হবে। কুলাউড়া জংশন স্টেশন দিয়ে ৫টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন। এই স্টেশনে যে টিকিট বরাদ্ধ আছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সর্বমোট ১০ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে নামবো। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। এটা সর্বস্তরের মানুষের দাবি।

আন্দোলনের প্রথম মতবিনিময় সভা ০৩ আগস্ট রোববার রাতে রেলওয়ে রিক্রিয়েশ ক্লাবে অনুষ্ঠিত হয়। সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং এইচডি রুবেলের সঞ্চলনায় এতে বক্তব্য দেন সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ইসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন কবির, মহিউদ্দিন রিপন, একেএম জাবের, রফিকুল ইসলাম মামুন, সামসুদ্দিন বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিংকন, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

সমন্বয়করা জানান, ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে ৭ আগস্ট বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সাথে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মতবিনিময় এবং ৯ আগস্ট কুলাউড়া স্টেশনে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে। শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ট্রেন যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট