স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “কুলাউড়া কলেজ এলামনাই এসোসিয়েশন” গঠনের লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. আলাউদ্দিন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামি এক তারিখে আরও ব্যাপক উপস্থিতি ও আয়োজনে পূর্ণাঙ্গ সংগঠন গঠনের লক্ষ্যে করণীয় নির্ধারণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল ফাত্তাহ ফজলু, সিপার উদ্দিন আহমেদ, রেদোয়ান খান, রাজাননুর রহিম ইফতেখার, আব্দুল বাকী, সুফিয়ান আহমেদ, মশিউর রহমান, শামীম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকরী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।