স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৪ আগস্ট রাত ৯টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের পাশাপাশি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের সংগঠনকে আরও সক্রিয় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।