স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
একটানা কয়েকদিনের বৃষ্টির পর কুলাউড়ার আকাশ যেন হঠাৎ করেই প্রেমে পড়ে গেছে— মেঘভেজা বাতাসে, সবুজ পাতায়, আর একঝাঁক রক্তরঙা রঙ্গন ফুলে মিলেছে প্রকৃতি আর ভালোবাসার নিঃশব্দ ছোঁয়া।
পাহাড়ি শহরের প্রতিটি কোণে, বাগানের পাশে কিংবা পথপাশে বেড়ে ওঠা রঙ্গন ফুলগুলো এখন যেন একেকটি প্রেমপত্র— পাতা থেকে পাপড়ি পর্যন্ত লেখা আছে এক নিরব ভালোবাসার গল্প।
রক্তিম এই ফুলগুলো শুধু প্রকৃতিকে রাঙায় না, রাঙিয়ে দেয় মানুষের মন, স্মৃতি আর আবেগকে।
🌧️ মেঘে-বৃষ্টিতে প্রেমের ছোঁয়া
এই বর্ষায় কুলাউড়ার আকাশে জমেছে ধোঁয়াটে মেঘ। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে উঠছে প্রতিটি রঙ্গন ফুলের গাল। এমন আবহে মনে হয়,
রঙ্গনগুলো চুপিচুপি কারও জন্য অপেক্ষা করছে— হয়তো এক প্রিয় চোখের দৃষ্টি, কিংবা একদিন ফিরে আসা চিঠির মতো…
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।