শ্রীমঙ্গল প্রতিনিধি : কুলাউড়ার দর্পণ।।
শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে বন থেকে লোকালয়ে ছোটে আসা একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার ৪ আগস্ট দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি খামার বাড়ি থেকে লজ্জাবতী বনরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, স্থানীয়রা লোকালয়ে লজ্জাবতী বানটি দেখে বনমানুষ মনে করে আটকে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে নিয়ে ওই এলাকায় গিয়ে নিশ্চিত করেন এটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর।
পরে লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।
সজল দেব জানান, বনে প্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়াতে প্রাণীরা খাবারের সন্ধানে বিভিন্ন সময় লোকালয়ে ছোটে আসছে। বন থেকে লোকালয়ে চলে আসা বিভিন্ন প্রাণী সচেতন মানুষের চোখে পড়লে উদ্ধার হয়। অনেক সময় সড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এবং অসচেতন মানুষের হাতে মৃত্যু হচ্ছে বনের অনেক বিরল প্রজাতির প্রাণী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।