স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জের ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকায় একযোগে ১০টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের মদ, দামি শাড়ি, কাবেরী মেহেদী, চকলেট, ফুসকা, সেগুন কাঠ ও মশার কয়েলসহ চোরাচালান পণ্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এসব অভিযানে সীমান্ত পাড় থেকে এসব মাদক ও পণ্য আটক করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।