1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

কুলাউড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তিকে না বলে শিক্ষার্থীদের শপথ

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে অগ্রণী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রায় ৩০০ শিক্ষার্থীদের মধ্যে শপথ অনুষ্ঠিত হয় বুধবার ৬ আগস্ট। এ সময় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্টফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।

অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কর্তৃক ‘সবুজ পৃথিবী’ শিরোনামের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজ আলী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক মাহফুজুর রহমান শাকিল ও যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন সংগঠনের কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন।

সংগঠনের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রেদোয়ানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, জয়রাজ উল্লা, মীরা শর্মা, শিমুল মিয়া, আবুল কাশেম, দৈনিক কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল, প্রচার সম্পাদক আকিব, সদস্য শাবাব, ইশরাক, জিৎ রায়, মামুন প্রমুখ।

নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

ওইদিন সংগঠনটি কুলাউড়ার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা উপহার হিসাবে প্রদান করে। খুদে শিক্ষার্থীরা চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন। এছাড়া মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কর্মসূচি পালন করে আসছেন। সংগঠনটি এ পর্যন্ত ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট