স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুহি উদ্দিন।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ভাতাভোগী তালিকা নির্ভুলভাবে প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে প্রকৃত ভাতাভোগীদের নতুন তালিকা তৈরি করে যথাযথ প্রক্রিয়ায় ভাতা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।