মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে মনু নদী থেকে নিখোঁজ মছব্বির আহমেদ (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকায় কুশিয়ারা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার মধ্যরাত সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের আগে পারাপারের সময় নৌকা থেকে পড়ে মছব্বির আহমেদ নিখোঁজ হন।
তিনি শহরের সোনাপুর বড়বাড়ি এলাকার ফিরোজ মিয়ার ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের ব্যবসায়ী মোস্তাক আহমদ আলালের ছোটভাই।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকায় কুশিয়ারা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে। পরে তারা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।