স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ ।
রাম সিং গড়ের ১২০তম জন্মদিন জন্মদিন উদযাপন করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন
সবকিছুরই শেষ আছে—এই কথা যেন বিশ্বাস করেন না রাম সিং গড়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানীছড়া চা বাগানের প্রান্তে, গাছগাছালি আর পাখির কূজনে ঘেরা ছোট্ট এক কুড়েঘরে বসেই শতক পার করা এই মানুষটির জীবনের গল্প যেন সময়কে হার মানায়।
বুধবার (৬ আগস্ট) ছিল রাম সিং গড়ের ১২০তম জন্মদিন—কমপক্ষে জাতীয় পরিচয়পত্র তাই বলে। তবে তিনি নিজে বলেন, ‘আইডি কার্ডে বয়স কম লেখা, আসল বয়স ১৩৬ বছর।’
দীর্ঘ এই জীবনযাত্রার সম্মানে এদিন বিকেলে তার ঘরেই কেক কেটে জন্মদিন উদযাপন করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। সঙ্গে ছিলেন প্রশাসনের অন্য কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও চা শ্রমিকেরা। উপহারসামগ্রীও তুলে দেওয়া হয় তার হাতে।
চা শ্রমিক হিসেবে একসময় কাজ করা রাম সিং গড় এখন অবসরে। বয়সের ভারে ন্যুব্জ হওয়ার কথা থাকলেও বাস্তবে তার চেহারায় ক্লান্তির ছাপ নেই তেমন। চোখে চশমা ছাড়াই পড়তে পারেন, লিখতেও পারেন সাবলীলভাবে। শারীরিক কোনো জটিলতাও নেই। ইউএনও ইসলাম উদ্দিন বলেন, “এই বয়সেও তার মাঝে এমন সজীবতা সত্যিই অবাক করার মতো। তিনি যেন জীবন্ত ইতিহাস।”
রাম সিংয়ের বসতভিটা ভারতের সীমান্তঘেঁষা নো-ম্যানস ল্যান্ডে, যেখানে যাতায়াত যেমন কঠিন, তেমনি জীবনধারাও অনেকটা ছিটমহলের মতোই বিচ্ছিন্ন। কিন্তু প্রশাসনের তদারকিতে সেখানে এখন ২৮টি পরিবার সোলার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সরকার সেই দুর্গম এলাকায় ইউনিয়ন পর্যায়ের সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান ইউএনও।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাম সিং গড় বাংলাদেশের সবচেয়ে প্রবীণ মানুষ। তার জীবনের প্রতিটি দিন যেন একেকটি ইতিহাসের পৃষ্ঠা। ১৩৬ বছর বয়সে এসেও যে মানুষ নিজের হাতে চা বানিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, তার জীবন কেবল জন্মদিনে নয়—উদযাপনযোগ্য প্রতিদিনই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।