স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ।
কুলাউড়া শহরে বিএনপির একটি ব্যানারের পেছনে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ফাহিম নামের এক যুবককে কুলাউড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই যুবক কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে পলাতক শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে এবং তিনি শীঘ্রই আসবেন বলে কথা বলছে। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিচ্ছে।
ওসি আরও বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পৌর শহরের মাগুরা এলাকা থেকে ওই দিন তাকে পুলিশি হেফাজতে নিয়ে আসি।
পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম বিয়ানীবাজার থানার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।