1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি- সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ: 

কুলাউড়ায় গাজীপুরে অস্ত্রধারীদের এলোপাতাড়ি হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও সাংবাকিদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিচারের জন্য বিশেষ ট্র্যাইব্যুনাল গঠন করে দ্রুত ন্যায়বিচার করাসহ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের যৌথ সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুছ সালাম, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মুক্তার, বরমচাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ফখরুল আমীন চৌধুরী মিছলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, ব্যবসায়ী ডা. হেমন্ত চন্দ্র পাল, আব্দুল জলিল, কুতুব উদ্দিন, শেখ সুমন, আব্দুল কাইয়ুম মাজু, সাংবাদিক এইচ ডি রুবেল, মহিউদ্দিন রিপন, ইউসুফ আহমদ ইমন, রফিকুল ইসলাম মামুন, আশিকুল ইসলাম বাবু, বশির আল ফেরদৌস, সাইফুল ইসলাম সিদ্দিকী, ইব্রাহিম আলী, বদরুল হোসেন রানা, ময়জুল ইসলাম, কেফায়েত হোসেন, মাসুদ আহমদ, আরিফুল ইসলাম খান, আরিয়ান রিয়াদ, এনসিপি নেতা ছাইম আহমদ তালুকদার লিংকন, ওয়ারিয়র্স অব জুলাই জেলা সদস্য সচিব জাহিদ আল ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান, শাকেল আহমদ, খায়রুল ইসলাম রুমেল প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ, ব্যবসায়ী মহলসহ সব শ্রেণির মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অতীতে যত সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে সেসব হত্যাকারীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে কুলাউড়ার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন এখন আর নিরাপদ নয়। সাংবাদিকরা জীবনের চরম ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গাজীপুরে প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে ভিডিও ধারণের কারণে নৃশংসভাবে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হলো। এটা শুধু একটি হত্যাকা- নয়, এটি সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, বিগত সময়ে দেশের কোনো সরকারের আমলেই সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিষয়ে সঠিক বিচার হয়নি। সাংবাদিকদের জন্য নিরাপদ সুরক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে এবং আসাদুজ্জামান তুহিন হত্যার মতো ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এবং সাংবাদিক তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি- সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন, ভিডিও সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট