স্টাফ রিপোর্টার: চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ২৪ ঘণ্টা নদীর বুকে ভাসার পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মাসুম বিল্লাহ গতকাল নদীতে নৌকা ডুবে যাওয়ার সময় নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর আজ ইউনিফর্ম পড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মাসুম বিল্লাহ চোরাকারবারিদের ধরা দিতে নদীতে নেমে সাহসিকতার পরিচয় দেন। যদিও নৌকা ডুবে যায়, তার সাহস, দেশপ্রেম এবং দায়িত্ববোধ কখনো ডুবে যায়নি।
বিজিবির সহকর্মীরা গভীর শোকাহত হয়েছেন। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন, “মাসুম ভাই একজন আদর্শ সৈনিক ছিলেন, তার ত্যাগ ও সাহস সব সময় আমাদের কাছে অনুপ্রেরণার উৎস থাকবে। তিনি নিখোঁজ থাকার সময় নদীর পাড়ে বিষন্ন মনে অপেক্ষা করেছিলেন। এমন একজন অভিভাবক পেয়ে বিজিবি সদস্যরা নিজেকে ভাগ্যবান মনে করছে।”
মাসুম বিল্লাহর জীবন ও ত্যাগ বাংলাদেশ জাতির জন্য এক অমূল্য সম্পদ। এই বীর দেশের জন্য জীবন দিয়ে গেছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিজিবি ও নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।