স্টাফ রিপোর্টার।
কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জনাব লুকোছ মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘ ৩৯ বছর ধরে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানে একজন নিবেদিত সহায়তাকারী, প্রকৃত শিক্ষাসেবী ও শিক্ষাকর্মী হিসেবে সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান শিক্ষক আমির হোসেন এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। সহকর্মীরা তার দীর্ঘ কর্মজীবনের অবদান ও সাফল্যের প্রশংসা করেন এবং মানপত্র, সংবর্ধনা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
বিদায় মুহূর্তে আবেগাপ্লুত লুকোছ মিয়া সহকর্মীদের নিকট তার ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আগামীর জন্য সবার দোয়া কামনা করেন। সহকর্মীরা তাকে একজন আদর্শ শিক্ষাসেবী হিসেবে স্মরণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।