স্টাফ রিপোর্টার।
ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি আদায়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ১১ আগস্ট উপদেষ্টা বরাবরে স্মারকরিপি দেয়া হয়েছে। যার অনুলিপি সচিব রেলমন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, সিলেট বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেয়া হয়েছে।
এদিকে ট্রেনযাত্রীদের ৮ দফা দাবির এই আন্দোলন শুধু কুলাউড়ায় নয় গোটা সিলেট বিভাগে ছড়িয়ে পড়ছে। আন্দোলনের অংশ হিসেবে সিলেট রেলওয়ে স্টেশনে আগামী ১৬ আগস্ট শনিবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আহবান করেছে সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ।
রেল উপদেষ্টা বরাবরে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদানেকালে উপস্থিত ছিলেন কুলাউড়া সর্বস্তরের রেলযাত্রীবৃন্দ আন্দোলন কর্মসূচির সমন্বয়ক আজিজুল ইসলাম, এম আতিকুর রহসান আখই, সাইফুর রহমান, ইসলাম উদ্দিন, এইচডি রুবেল, মাহফুজ শাকিল, নাজমুল বারি সোহেল, মহিউদ্দিন রিপন, আব্দুল মজিদ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।