স্টাফ রিপোর্টার।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
যুব সংগঠক ও প্রশিক্ষক এন আই দুদুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলথ অর্গান যুব সহায়তা ক্লাবের সভাপতি ডা. আহমদ ফারুকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. নাহিদ আহমদ, প্রশিক্ষক শাহেদা বেগম এবং শ্রীপুর রক্তদান যুব সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, দক্ষ যুবকরাই প্রযুক্তি নির্ভর যুবশক্তি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেবে। বিশেষ করে কম্পিউটার, ড্রাইভিংসহ প্রযুক্তি শিক্ষা যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।