স্টাফ রিপোর্টার।
কুলাউড়া, ১২ আগস্ট,২০২৫ – গত ১১ আগস্ট ভোর রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি এবং কিশোর গ্যাং সদস্য সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহানকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলার অভিযোগ রয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলাও রয়েছে।
ওসি ওমর ফারুক বলেন, সোহান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহানের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।