স্টাফ রিপোর্টার | কুলাউড়া দর্পণ।
কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বুধবার (১৩ আগস্ট) ইউনিয়ন কমপ্লেক্স ভবনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গোপন ব্যালটে ভোটগ্রহণে অংশ নেন ৪৬৬ জন কাউন্সিলর। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সভাপতি পদে মো. মুক্তার আহমদ ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক মিয়া ফাতু পান ১৮৮ ভোট এবং আব্দুর নুর হীরা পান ১৩০ ভোট।
সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান পান ২০২ ভোট এবং তাজুল ইসলাম পান ১৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে তাজ উদ্দিন রিপন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালেহ আহমদ পান ১৮৯ ভোট এবং ইঞ্জিনিয়ার তারেক পান ৫১ ভোট।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন। উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আ. রহিম রিপন এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট এন এম আবেদ রাজা।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান ও আব্দুল জলিল জামাল এবং সমন্বয়কারী বদরুজ্জামান সজল প্রমুখ।
প্রধান বক্তা এড. আবেদ রাজা তাঁর বক্তব্যে ২০১৮ সালের নির্বাচনকালীন পুলিশী নির্যাতনে নিহত শহীদ গোলাম মোস্তফা, শাহিন চৌধুরী ও চেরাগ মেম্বারকে স্মরণ করেন।
নির্বাচিত সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।