বড়লেখা প্রতিনিধি::
কুলাউড়ায় অফিস সময়ে নিজ কার্যালয়ে প্রকাশ্যে ‘ধুমপান’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই উপজেলা প্রকৌশলী মো. তারেক বিন ইসলাম ৮ আগষ্ট বড়লেখায় উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।
তবে, এরই মধ্যে নুতন কর্মস্থলে তাকে অফিস সময়ে অফিসে না পাওয়া ও পেলেও সেবাপ্রার্থীদের সাথে অসদাচরণের অভিযোগ ওঠেছে পূর্ববর্তী কর্মস্থলের বহুল সমালোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, দুই বছর আগে মো. তারেক বিন ইসলাম কুলাউড়া উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। প্রতিদিনই সরকারি অফিস কক্ষে প্রকাশ্যে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেতো- তার এক হাতে সিগারেট, অন্য হাতে ঠিকাদার ও সেবাগ্রহীতাদের ফাইল দেখছেন ও সই করছেন। দূর-দূরান্তের সেবাগ্রহীতারা আবেদন-নিবেদন নিয়ে আসলে তার সিগারেট পানের কারণে অস্বস্থি বোধ করতেন। সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দন্ডনীয় অপরাধ হলেও তিনি এর তোয়াক্কা করতেন না।
সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়তো। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করেই যেতেন। ইতিপূর্বে কোনো এক ক্ষুব্দ সেবাগ্রহীতা অফিসে বসে তার আয়েশি ধুমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ওই প্রকৌশলী ভাইরাল হন। তার এই সিগারেট কান্ডে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বেশ সমালোচিত হলে এসময় এলজিইডির উর্ধ্বতন এক কর্মকর্তা তাকে কৈফত তলব ও তার কার্যালয় পরিদর্শণ করেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে এলজিইডি ৪ আগষ্ট কুলাউড়া থেকে তাকে বড়লেখায় বদলি করে। ৮ আগষ্ট তিনি বড়লেখায় যোগদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।