1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সভাপতি মধু, সম্পাদক হেলাল খান কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন আমেরিকা নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে জয়ন্তিকা ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!  মাদক, চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব — কুলাউড়া সদর ইউনিয়নের মেম্বার রুবাব জেলহাজতে বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা  কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা গ্রেফতার কুলাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ডুয়েটে চান্স পেল কুলাউড়ার বরমচালের রাজ্জাক কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মুক্তার সাধারণ সম্পাদক শফিক সাংগঠনিক সম্পাদক রিপন

সভাপতি মধু, সম্পাদক হেলাল খান কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি ১ নম্বর বরমচাল ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। পরিবেশন করা হয় দলীয় সংগীত।

সম্মেলন পর্বে বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তোফায়েল হোসাইন খান জমসেদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চু, সাইফুল আলম চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির, ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কমর উদ্দিন আহমদ কমরু, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, মইনুল হক বকুল, সুফিয়ান আহমদ, আখদ্দস আলী মাস্টার, জয়নুল ইসলাম জুনেদ, ইসহাক চৌধুরী ইমরান, সারোয়ার আলম বেলাল, আব্দুল মুক্তাদির মনু, বরমচাল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রিয়াজ উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, বরমচাল কলেজ ছাত্রদলের সভাপতি রুহুল আমীন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পর্বে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ৪৫৯ জন কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। কাউন্সিলে সভাপতি পদে তারেক আহমদ মধু ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি তোফায়েল হোসেন খান জমসেদ ১১৪ ভোট ও নাসির উদ্দিন পান ১০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হেলাল খাঁন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল মুক্তাদির মুক্তার পান ১৯১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি ফখরুল আমিন পেয়েছেন ১৫৪ ভোট, বাবুল মিয়া ৬০ ভোট ও মিজানুর রশীদ সুমন পান ৬০ ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!