স্টাফ রিপোর্টার।
কুলাউড়ায় আ”সল সোনা দেখিয়ে ন’কল সোনা দিয়ে ৭০ হাজার টাকা নিয়ে যায় এই মহিলা।
এলাকার বাসিন্দা কাতার প্রবাসী কবিদ আহমদের বাড়িতে গিয়ে স্বর্ণের চেইন বিক্রি করবে বলে ৭০ হাজার টাকা নিয়ে উধাও, বোরকা পরিহিত এই বয়স্ক মহিলা আসবে আপনার কাছে,, তিনি খুব বিপদগ্রস্ত, উনার স্বামী হাসপাতালে ভর্তি, কিংবা ছেলে, জেলে মিথ্যা মামলায়। উনার খুব বেশি টাকার দরকার।। তাই তিনি বাধ্য হয়ে উনার সোনার গহনা বিক্রি করতে চাচ্ছেন একেবারে কমদামে।।
এটা একটা প্রতারণার কৌশল,, স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী প্রথমে নিজের কাছে থাকা আসল সোনার চেইন দেখিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করেন। এমনকি চেইনটি সোনার দোকানে নিয়ে যাচাই করান, যাতে সবাই নিশ্চিত হয় এটি আসল। কিন্তু আসল প্রতারণাটি ঘটে যখন তিনি অবিকল দেখতে নকল চেইন একটি বক্সে রেখে আসল চেইনটি গোপনে নিয়ে যান। নকল ও আসল চেইনের মধ্যে খালি চোখে পার্থক্য বোঝা প্রায় অসম্ভব।
পরিবার, বন্ধু ও সামাজিক মাধ্যমে এ ধরনের কৌশল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন। যাহাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়। এই নারী কে সবাই চিনে রাখুন। পোষ্ট শেয়ার করুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।