কুমিল্লা প্রতিনিধি: দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্ড-এর পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন এবং “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ।
বক্তারা বলেন, দেশে দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার ঘটাতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুধ ও দুধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে আরও দক্ষ হয়ে উঠবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।