স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মৌলভীবাজারে আগমন করেছেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক (ডিসি) মোঃ ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজসহ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ বিভাগের কর্মকর্তারা, জিপি ও পিপি সহ সরকারি আইন কর্মকর্তারা।
আগমন শেষে মাননীয় প্রধান বিচারপতি সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন ও স্থানীয় আইন অঙ্গনের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।