ষ্টাফ রিপোর্টার।
কুলাউড়ায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮আগস্ট) দুপুরে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কর্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম, ভেটেরিনারি সার্জন রুবেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, থানা পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, দেশের প্রাণিজ আমিষের বড় অংশ আসে মৎস্য থেকে। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিক চাষাবাদের কোনো বিকল্প নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।