ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রইয়ুব।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাঘরিষ্ট বলে কিছু নেই। আমরা সকলে এ দেশের গর্বিত নাগরিক- এটাই আমাদের পরিচয়। তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, ইউপি সদস্য বিদ্যাসাগর গোয়ালা প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।