স্টাফ রিপোর্টার।
কুলাউড়া উপজেলায় অবশেষে নতুন নির্বাচন কর্মকর্তা যোগদান করেছেন। নিঁর্বাচন অফিস সূএে জানা যায়, ময়মনসিংহের কুলিয়ারচর নিবাসী সুনামগঞ্জের দোহায়ারা বাজার উপজেলা থেকে গত ১৮ আগষ্ট কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে মুহম্মদ মোশারফ হোসেন খান যোগদান করেছেন।
তিনি কুলাউড়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা কমলগঞ্জের নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। ২০ আগষ্ট কুলাউড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গেলে সৌজন্যে সাক্ষাৎকালে নবাগত নির্বাচন কর্মকর্তা মুহম্মদ মোশারফ খান কুলাউড়ার সাংবাদিক মহল তথা সর্বস্হরের কুলাউড়া বাসীর সহযোগিতা কামনা করছেন। উল্লেখ্য, কুলাউড়ায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাশার সম্প্রতি বদলি হওয়ার পর থেকে নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাচন কমর্কর্তা প্রলয় কুমার সাহা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।