স্টাফ রিপোর্টার ।
কুলাউড়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ কাশেম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হুসাইন।
জানা যায়, ২০১৩ সালের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাশেম মিয়াকে সোমবার রাতে কুলাউড়া থানার এএসআই রফিক, রহিম, মানিক ও মালিকের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম বিশেষ অভিযানে ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাশেম মিয়া ওই গ্রামের মৃত আসিদ আলীর ছেলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।